শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:২৪ পূর্বাহ্ন
নীলফামারীতে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে ভাই বোনের মৃত্যু
সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধি
নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নে একই পরিবারের আরিফ(৭) ও বোন লিমা (৯) নামে এক মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।
ঘটনাটি রবিবার ৪ জুন দুপুরবেলা বারটার দিকে চরাইখোলা ইউনিয়নের কুচিয়ার মোর এলাকায় এ ঘটনাটি ঘটে। মৃত সন্তান দুটি ঐ এলাকার এন্তাজুল হকের।এলাকাবাসী জানায় প্রতিদিনের ন্যায় অটোরিক্সা নিজ বাড়ির বৈদ্যুতিক লাইনে চার্জ দিচ্ছিল এন্তাজুল হক। সেই সময় ঐ অটোরিক্সায় চরে মনের উচ্চাসে খেলা করছিল তার দুই সন্তান।
এক পর্যায়ে সর্টসার্কিটে পুরো অটোরিক্সা বিদ্যুতায়িত হয়ে পরলে ঘটনা স্থলেই মৃত্যু ঘটে দুই ভাইবোনের।
কথা হলে চরাইখোলা ইউনিয়ন
পরিষদ চেয়ারম্যান মাসুম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এমন ঘটনায় ঐ পরিবার সহ এলাকটিতে শোকের মাতম নেমেএসেছে।
কথাহলে নীলফামারী সদর থানা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করে
বলেন এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা করা হবে।