শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৩০ পূর্বাহ্ন
নীলফামারীর ডোমারে টোলমুক্ত করার দাবীতে রাস্তায় বিক্ষোভে ফুঁসে উঠছে শতশত শ্রমিক
সত্যেন্দ্রনাথ রায়, নীলফামারীঃপ্রতিনিধি
নীলফামারীর ডোমার পৌরসভাকে টোলমুক্ত করার দাবিতে রাস্তায় অবরোধ সহ বিক্ষোভে ফুঁসে উঠছে শত শত
রিক্সা,ভ্যান,অটো শ্রমিকেরা ।
শনিবার ৩ জুন সকালবেলা ডোমার রেলগেট স্থানে শ্রমিকেরা এই কর্মসুচির আয়োজন করেন।
শনিবার সকাল হতে কয়েকশত অটো,
রিক্সা,ভ্যানচালক সহ ডোমার শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলগেট স্থানে মিলিত হয়ে এক পথসভার আয়োজন করে।
উক্ত পথসভায় ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ রিক্সা,ভ্যান,অটো শ্রমিকদের কাছ থেকে চাঁদা আদায় কারীদের প্রতি হুঙ্কার দিয়ে বলেন শ্রমিক গায়ের ঘাম ঝরা কষ্টের ইনকাম করা টাকায় সংসার পরিজনকে বাঁচায় সেই টাকায় যারা চাঁদা নপন তাদের নাম অচিরেই উন্মোচন করা হবে। তিনি
আরো বলেন এ বিষয়ে থানা নির্বাহী জানানো
হয়েছে। এ সময় আরো বক্তব্য প্রদান করেন পৌরসভা প্যানেল মেয়র সেলিম রেজা,সুশাসনের জন্য নাগরিক (সুজন)ও সমাজ সেবক গোলাম কুদ্দুছ আইয়ুব। আন্দোলন কারিরা বলেন পৌর শহরের বাইরে গেলেই আামাদের চাঁদা দিতে হয়,দিতে না পারলে গাড়ির চাবী নিয়ে নেয়। বাড়ি হতে সকালে খালি পকেটে গাড়ি নিয়ে আসি। এর থেকে আমারা পরিত্রান চাই। এ ব্যবস্থা চলতে থাকলে আমরা কঠোর কর্মসুচি দিতে বাধ্যহব।
সত্যেন্দ্রনাথরায়,ডোমার(নীলফামারী)
প্রতিনিধিঃ মোবাইল০১৭৪৭৬১৪৫৩৭