বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১১:৪৪ পূর্বাহ্ন
চট্টগ্রামে যুবককে কুপিয়ে হত্যা !!
——————————————————–
চট্রগ্রাম প্রতিনিধি ঃ- মোঃ ফয়সাল সিকদার
চট্টগ্রামের হালিশহর রামপুরা এলাকায় শেখ জামাল (৪২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাত ৪টার দিকে রামপুরা বড় পুকুর পাড় সোনাসাহার মাজার এর সামনে যাহাবক্স এর বাড়ির গলিতে এ ঘটনা ঘটে। ঘটনার সাথে জড়িত সন্দেহে রাজীব(৩২) দুলাল (৩৫) নাহিদ (৩৮) আবদুল কাদের (৪৫)রফিক(৩০) পুলিশ ইকবাল ও ইসমাইল নামের দুজনকে আটক করেছে হালিশহর থানা।
সিএমপি’র উপ পুলিশ কমিশনার (পশ্চিম) ফারুকুল হক বিষয়টি নিশ্চিত করেছেন বলেন।
নিহত শেখ জামালের ভাই শেখ কামাল জানান, রাত ৩টা ৫৩ মিনিটে রাজিব ও দুলাল নামের জামালের দুই বন্ধু জামালকে বাসা থেকে ডেকে আনে।
এর কিছুক্ষন পর বাসার বাইরের গলিতে তাকে ৫/৬জনের একটি গ্রুপ এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। মুমুর্ষ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
গত ৬/৭ মাস আগেও জামালকে গুলি করে হত্যার চেষ্টা করে সন্ত্রাসীরা। ঘটনাস্থলে সাংবাদিক গেলে তাদের কে নিহত শেখ জামালের ভাই শেখ কামাল বলেন পোরনো শত্রুুতার জের দরে পরিকল্পিত হত্যা করছে আমার ভাই শেখ জামালকে
০৮/০৪/২০২০ইং