রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৬:৩৬ পূর্বাহ্ন
নীলফামারী ডোমার রেলষ্টেশন টয়েলেটের ভেতরে মৃতদেহ উদ্ধার করল ফায়ার সার্ভিস
সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধি
নীলফামারীর ডোমারে তাহেরুল ইস
লাম নামে (৫৫) এক মৃতদেহ টয়েলেটের দরজা ভেঙ্গে উদ্ধার করেছে ডোমার ফায়ার সার্ভিস কর্মি।ডোমার রেলষ্টেশন মাষ্টার আশরাফুল নিশ্চিত করেন।
শনিবার (২৭ শে মে) সকাল ৬ টা ১০ মিনিট সময় নীলফামারী ডোমার রেল ষ্টেশনের টয়েলেট বাথরুমে এ ঘটনাটি ঘটে। ডোমার রেলষ্টেশন মাস্টার আশরাফুল ইসলাম জানান ডোমার ফায়ার সার্ভিসের সহযোগীতায় টয়েলেটে দরজা ভেঙ্গে মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সুত্রে জানাযায় মৃত ব্যক্তি জোরাবাড়ী
ইউনিয়নের গনির স্কুল ডাংগাপাড়া এলাকার
মৃত ফজল উদ্দিনের ছেলে কাঁচামাল ব্যবসায়ী তাহেরুল ইসলাম।
পরিবারের লোকজন জানান বিরামপুরের কথা
বলে ব্যবসায়ীক কাজে শুক্রবার বাড়িথেকে বের হন তাহেরুল। ঐ দিন রাতে একবার কথহয়।এর পর শনিবার সকালে রেল ষ্টেশন থেকে মৃত্যুর খবরে কল আসে।আমরা ছুটে আসি ষ্টেশনে। দীর্ঘদিন তাহেরুল হার্ডরোগ সমস্যায় ভুগছিলেন।
রেলষ্টেশন মাস্টার আশরাফুল ইসলাম বলেন
টয়েলেটের দরজা আটকানো, ফুটোদিয়ে দেখতে পাওয়াযায় টয়েলেটে একটি মৃতদেহ পরে আছে।পরে ফায়ার সার্ভিস খবর দিলে
৬ টা১০ মিনিট সময়ে এসে দরজা কেটে মরদেহ উদ্ধার করে।পরে পকেট হতে খুজে পাওয়া জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার পরিবারকে খবর দেয়া হয়।
কথা হলে সৈয়দপুর জিআরপি থানার উপ
পরিদর্শক মনিরুজামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং বলেন মৃতের পরিবারের লোকজনের কোনপ্রকার আপত্তি না থাকায় স্থানীয় জন প্রতিনিধিদের উপস্থিতিতে মরদেহ দাফনের জন্য পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।