শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:০৬ পূর্বাহ্ন
নীলফামারী কিশোরগঞ্জ উপনির্বাচনে নৌকা বিজয়ী
সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধি
কোন প্রকার অপ্রিতিকর ঘটনা ছারাই ও সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নীলফামারীর কিশোরগঞ্জ চাঁদখানা ইউনিয়নের উপনির্বাচনে এলাকাবাসী নৌকার পক্ষে রায় দিয়েছে।
বৃৃহস্পতিবার(২৫ শে মে) সকাল ৮ টায় ভোট
শুরুহয়ে একটানা ৪ টা পর্যন্ত ইলেকট্রিক ভোটিং মেশিনে(ইভিএম)এই ভোট চলে।
৫ নং চাঁন্দখানা ইউনিয়নে উপ নির্বাচনে বে-সর
কারীভাবে নৌকা প্রতিকের প্রার্থী মোস্তাফিজার রহমান যাদু ৪৫০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী নাজিমুদ্দিন আলম সবুজ দুই পাতা প্রতিক নিয়ে পেয়েছেন ৩৮৬৫ ভোট। জাতীয় পার্টির প্রার্থী লাঙ্গল প্রতিক নিয়ে পেয়েছেন ৩০৮২ ভোট,আনারস প্রতিক প্রার্থী খায়রুল আলম
পেয়েছেন ২৮৫২ ভোট,ঘোড়া প্রতিক প্রার্থী
পান ৪৯৩ ভোট,এবং মোটরসাইকেল প্রার্থী
পায় ১৯৭ ভোট।যানাযায় নির্বাচনী এলাকায় মোট বৈধ ভোটার সংখ্যা ছিল ১৫০১৩ জন।
উপজেলা নির্বাচন ও রিটার্নিং অফিসার রফিকুল ইসলাম বেসরকারি ভাবে মোস্তাফিজুর রহমান কে বিজয়ী ঘোষনা করেন।