রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৬:০২ পূর্বাহ্ন
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে নীলফামারী ডোমারে বিক্ষোভ ও প্রতিবাদ করেছে আওয়ামী লীগসহ বিভিন্ন অংঙ্গ সংগঠন
সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধি
রাজশাহী জেলা বিএনপির আহব্বায়ক আবু সাইদ চাঁদ কর্তৃক প্রধানমন্ত্রী
শেখ হাসিনা কে প্রকাশ্যে হত্যার হুমকির প্রতিবাদে নিজ নিজ সংগঠনের ব্যানারে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ প্রদর্শন করেছে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন গুলো।সমাবেশ থেকে হুমকিদাতাকে দ্রুত গ্রেপ্তারের দাবী যানানো হচ্ছে।
সোমবার ২২ শে মে বিকেল বেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডোমার আওয়ামী লীগের সভাপতি এ্যাড.মানোয়ার হোসেন এর নেতৃত্বে শেষে বাটার মোড় স্থানে এসে এক আলোচানা সভায় মিলিত হয়। ডোমার সদর ইউনিয়ন
পরিষদের চেয়ারম্যান মাসুম আহমেদ এর
সঞ্চালনায় এ সময় বক্তব্য প্রদান করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মানোয়ার হোসেন, সহ সভাপতি মশিউর রহমান, আলহাজ্ব করিমুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদ মাহমুদ শান্তু,আব্দুল মালেক সরকার,আজমা আক্তার বেবী,সাংগঠনিক সম্পাদক গনেশ কুমার আগরওয়ালা,বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন, স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাবেদুল ইসলাম সানবিম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন শেখ হাসিনা প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির সমুচিত জবাব দেয়া হবে। যে কোন ষড়যন্ত্র মোকাবেলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন সবসময়
রাজ পথে আছে।বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।