বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৮ পূর্বাহ্ন
মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগের অভিযানে ক্লুলেস দস্যুতা মামলার ছিনতাইকৃত আইফোন ও অন্যান্য আলামত এবং ছিনতাইকাজে ব্যবহৃত ছুরিসহ আটক ৩ জন।
মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব নিহাদ আদনান তাইয়ান মহোদয় এর সার্বিক দিক নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জনাব সোনাহর আলীর তত্ত্বাবধানে, পুলিশ পরিদর্শক জনাব রিপন কুমার দাস এর নেতৃত্বে বিশেষ টিমের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ২০/০৫/২০২৩ খ্রিঃ নগরীর পাহাড়তলী এবং আকবরশাহ থানা এলাকায় অভিযান পরিচালনা করে নুর হোসেন প্রঃ রবিন প্রঃ তুষার, মো:রফিকুল ইসলাম সুমন ও মোঃ এরশাদুল হক প্রঃ সুজনকে ক্লুলেস দস্যুতা মামলার আলামত একটি iPhone 12 Pro Max এবং দস্যুতার কাজে ব্যবহৃত দুইটি ছুরিসহ গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, মামলার ভিকটিমের নিকট থেকে গত ১১/০৫/২৩ খ্রিঃ তারিখ উক্ত iPhone সহ অন্যান্য জিনিসপত্র ছুরিসহ ভয়ভীতি প্রদর্শন করে ছিনিয়ে নেয়।