শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৩৯ পূর্বাহ্ন
নীলফামারী ডোমারে যৌতুকের বলি হলেন কবিতা রানী
সত্যেন্দ্রনাথ রায়, নীলফামারী,প্রতিনিধি
নীলফামারী ডোমারে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী সুবাস শীলকে আটক করেছে ডোমার থানা পুলিশ।
ঘটনা বৃৃহস্পতিবার সকাল এগারটার দিকে ডোমার সদর ইউনিয়নের (চিলাই) নাপিত পাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।
গ্রেফতার কৃত আসামি ঐ ইউনিয়নের মৃত অভীনয় চন্দ্র শীলের ছেলে সুবাস চন্দ্রশীল।(১৮ ই মে) আসামি কে আটক করে পুলিশ।
থানা ও পুলিশ সুত্রে জানাযায় ২০০২ সালে পঞ্চগড় জেলার বোদা উপজেলার ফুলতলা এলাকার মৃত বিরেন শর্মার মেয়ে কবিতা রানীকে(৩৫) বিয়ে করে সুবাস শীল। তাছাড়া এক ছেলে সন্তান রয়েছে তাদের সংসারে। মাঝে মধ্যেই যৌতুকের জন্য স্ত্রীর সাথে বিবাদ করত সুবাস চন্দ্র শীল।
তারই বহিপ্রকাশ বৃৃহস্পতিবার সকাল এগারটার সময় তার স্ত্রী কবিতা রানীকে এলোপাথাড়ি কিল,ঘুষি মারতে মারতে গলাটিপে ধরে সুবাস চন্দ্র শীল। মারাত্মক ভাবে আঘাত প্রাপ্তহয় কবিতা রানী, এক পর্যায়ে অনবরত বমি করতে থাকে।অবস্থা বেগতিক দেখে বাড়ির লোকজন দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাঃ কবিতা রানীকে মৃত ঘোষনা করেন।
ডোমার থানা অফিসার ইনচার্চ মাহামুদ উন নবী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন মৃতের
ভাই সনাতন শর্মা বাদী হয়ে সুবাস চন্দ্র শীলের
নামে একটি হত্যা মামলা দায়ের করেছেন। দ্রুত অভিযান চালিয়ে সুবাস চন্দ্র শীলকে গ্রেপ্তার করা হয়েছে। আসামি কে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।