শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৩:১৫ অপরাহ্ন
নীলফামারীতে বাঁস চাপায় একজন নিহত
সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারীঃপ্রতিনিধিঃ
নীলফামারীতে সৈয়দ এজাজুল হক শাহ ফকির (৬০) নামে এক বয়স্ক ব্যক্তি নিহত হয়েছেন।
ঘটনাটি মঙ্গলবার (১০ ই মে) সন্ধ্যা আনুমানিক ৭ ঘটিকায় নীলফামারী উত্তড়া ইপিজেড হাজিপাড়া এলাকায় ঘটে।
মৃত ব্যক্তি সদর উপজেলা উত্তড়া ইপিজেড পিলার বাজার এলাকার মৃত জজ শাহ ফকিরের ছেলে এজাজুল হক শাহ ফকির।
প্রত্যক্ষদর্শীরা জানান উত্তড়া ইপিজেড বাজার থেকে বাইসাইকেল করে বাড়িদিকে যাচ্ছিলেন এজাজুল। এ সময় ডোমার হতে ছেড়ে আসা
নাদের পরিবহণ একটিবাস উত্তরা ইপিজেড এলাকায় পিছন থেকে তাকে ধাক্কা দেয়। ঘটনা
স্থলে তার মৃত্যু ঘটে। পরে খবর পেয়ে লাশ উদ্ধার করে উত্তড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট। পরে লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
নীলফামারী উত্তড়া ইপিজেড ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার শহিদুল ইসলাম জানান,খবর পেয়ে
ঘটনা স্থল হতে লাশ উদ্ধার করে সার্ভিস। পরে
পুলিশের কাছে লাশ হস্তান্তর করাহয়।
নীলফামারী সদর থানা অফিসার ইনচার্চ মোক্তারুল আলম মৃত্যুর বিষয় নিশ্চিত করে
বলেন এ বিষয়ে কারো কোন অভিযোগ এখন
পর্যন্ত পাইনি। নিহতের পরিবারের পক্ষ থেকে
কোন অভিযোগ পেলে আইনি ব্যাবস্থা গ্রহন করা হবে।
সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধিঃ
মোবাইল ০১৭৪৭৬১৪৫৩৭