মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০২:০৫ অপরাহ্ন
নীলফামারী ডোমারে আওয়ামী লীগের নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন শুরু
সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধিঃ নীলফামারী ডোমারে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে ডোমার আওয়ামী লীগের নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন অনু্ষ্ঠানের শুভ উদ্ভোধন করা হয়েছে।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা (ডোমার ডিমলা) নীলফামারী- ১ আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার এমপি।
ডোমার শাখা আওয়ামী লীগ ৯ ই মে মঙ্গলবার দুপুর ৩ ঘটিকায় ডোমার নাট্য সমিতি হলরুমে এই অনু্ষ্ঠানের আয়োজন করে।
উপজেলা সভাপতি এ্যাড.মানোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলন জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি ও পৌরমেয়র দেওয়ান কামাল আহম্মেদ,সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড.মমতাজুল হক প্রমুখ।আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ,ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার,জেলা আওয়ামী লীগের সহ সভাপতি খায়রুল আলম বাবুল সহ ডোমার শাখা আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতা নেতৃবৃন্দ।
অনু্ষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মনজুরুল হক চৌধুরী। তবে অনু্ষ্ঠানে লক্ষ্যনীয় বিষয় ছিল হলরুমে তৃনমূল সদস্যদের উপচে পড়া ভির।