মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৩:৫৯ অপরাহ্ন
নীলফামারীতে পৃথক দুই ঘটনায় দুইজনের মৃত্যু
সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধিঃ
পৃথক পৃথক দুই ঘটনায় নীলফামারীর সদর উপজেলায় এরশাদ হোসেন(২২) নামে একজন, ডোমার উপজেলায় উপেন্দ্রনাথ রায় (৭০) নামে আরেক জনের মৃত্যু হয়েছে ।
মৃত ব্যক্তি ৬ ই মে বিষ পান করলেও ঘটনাটি ৮ ই মে সোমবার রাত এগারোটায় রংপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর ঘটনাটি ঘটে।
মৃত ব্যক্তি নীলফামারী সদর উপজেলার রামনগর ইউনিয়নের আদর্শপাড়া (ঝেচুপাড়া)
এলাকার আসাদুল ইসলামের ছেলে এরশাদ
হোসেন।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায় শনিবার ছেলেকে নিজ বাড়ির কাজকর্ম করার কথা বলেন পিতা আসাদুল ইসলাম।এ সময় ছেলে
পিতার কথার প্রতি উত্তরে কাজ করতে পারবোনা জবাব দেন। এই কথা শুনে পিতা
বলেন উঠেন এমন বয়সে ছেলেরা বাবার সংসারের কাজে সহযোগীতা করে। ছেলে
হয়েও যদি বাবার কাজে সাহায্য না করে
তাহলে এমন ছেলে থাকার চেয়ে না থাকায়
ভালো। পরে ঘরে প্রবেশ করে বাড়িতে থাকা কিটনাশক (বিষ) কোন সময় পান করে কেউ জানেনা। পরে জানার পর তাকে উদ্ধার করে দ্রুত নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি
করা হয়। সেখানে তার অবস্থার পরিবর্তন দেখা
না দিলে কর্তব্যরত ডা.রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।পরে রংপুর
মেডিকেলে কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত আনুমানিক এগারটায় সে মৃত্যু বরন করে।
নীলফামারী সদর থানা অফিসার ইনচার্চ মোক্তারুল আলম মৃত্যুর বিষয় নিশ্চিত করে
করে বলেন মরদেহ রংপুর মেডিকেল কলেজ থেকে আনার প্রক্রিয়া চলছে। এ বিষয়ে একটি ইউডি মামলা করা হবে।
অপর দিকে সোমবার দুপুরের দিকে ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নে ডুগডুগি বড়গাছা ৮ নং ওয়ার্ড অধিকারী পাড়াএলাকার মৃত অমর চাঁদের ছেলে উপেন্দ্রনাথ রায় (ঝুকু) নামে এক বৃদ্ধ ইরিধান খেতে পানি দিতে গিয়ে অসাবধানতা বসত মটার পাম্প এর তারে জরিয়ে শর্টখেলে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন।
সংশ্লিষ্ট ইউনিয়নের ইউপি চেয়ারম্যান গোলাম ফিরোজ চৌধুরী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।