বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১২:১৮ অপরাহ্ন
নীলফামারীতে ধানমাড়াই মেশিন শিশুর হাত ঢুকে মাংস ছিন্নভিন্ন
সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধি
নীলফামারীর সদর উপজেলায় সিরাজুল ইসলাম নামে (৫) এক শিশুর হাত ধানমাড়াই মেশিনে ঢুকে হাতের মাংস ছিন্নভিন্ন হয়ে গেছে।
রবিবার ৭ই মে বিকাল ৩ টার সময় সদর উপজেলা রামনগর ইউনিয়নের চড়চড়া বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।
আহত শিশুটি ঐ এলাকার দিনমুজুর নুর আলমের ছেলে সিরাজুল ইসলাম।প্রত্যক্ষদর্শী
ও স্থানীয় সুত্রে জানাযায় বাড়ি থেকে সিরাজ ধানমাড়াই মেশিনের সাথে ধানমারাইয়ের কাজে যায়।সেই কাজ করতে করতে কখন যে
মেশিনে তার ডান হাত ঢুকেগেছে সে বুঝে উঠতে পারেননি।
পরে বিকট শব্দ হলে স্থানীয়রা মেশিন বন্ধ করে শিশুটিকে দ্রুত উদ্ধার করে রংপুর তালুকদার হসপিতালে ভর্তি করা হয়।
কথাহলে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ওবায়দুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন শিশুটি আশংঙ্কা মুক্ত হলেও সুস্থ্য হতে অনেক খরচ হতে পারে।