রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ১০:১৬ পূর্বাহ্ন
নীলফামারীতে পরীক্ষায়
দুর্নীতি ও নকল সরবরাহ করায় কেন্দ্র সচিব বরখাস্ত
সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধি
নীলফামারীর ডিমলায় খগাখড়িবাড়ী বহুমুখী
উচ্চবিদ্যালয়ের কেন্দ্র সচিব মোফাক্কারুল ইসলামকে পরীক্ষাকেন্দ্রে নকল, মোবাইল সরবরাহ ও সীটপ্লানে দুর্নীতি করার অভিযোগে অব্যাহতি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার ২ ই মে সন্ধ্যায় ডিমলা উপজেলা নির্বাহী অফিসার স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে অব্যাহতি দেয়াহয় তাকে।
একই সাথে জারি করা আদেশে উপজেলার
সহকারী প্রোগ্রামার মোঃ রেদওয়ানুল রহমান কে ঐ কেন্দ্রের নতুন দ্বায়ীত্ব প্রদান করাহয়।
জানাগেছে খগাখড়িবাড়ী বহুমুখী উচ্চবিদ্যালয়ের কেন্দ্র সচিব প্রধান শিক্ষক মোফাক্কারুল রহমান এর বিরুদ্ধে সীটপ্লান,নকল ও মোবাইল সরবরাহ করার
অভিযোগ ওঠে।এ বিষয়ে ঐ স্কুলের এক অভিভাবক জেলা প্রশাসকের বরাবরে লিখিত
অভিযোগ দ্বায়ের করেন। জেলা প্রশাসক বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যাবস্থা
গ্রহনের নির্দেশদেন ডিমলা নির্বাহী কর্মকর্তা কে। নির্দেশ পেয়ে তদন্ত শুরুকরেন নির্বাহী কর্ম
কর্তা।অভিযোগের সত্যতা পাওয়ায় ওই কেন্দ্র
সচিবকে অভ্যাহতি প্রদান করাহয়।
ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন তদন্তে অভিযোগ এর সত্যতা পাওয়ায় ওই কেন্দ্রসচিব কে সাময়িক অভ্যাহতি দিয়ে উপজেলার সহকারী প্রোগ্রামার রেদওয়ানুল রহমান কে ঐ কেন্দ্রের সচিবের নতুন দ্বায়ীত্ব দেয়া হয়েছে।