শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০২:২৩ অপরাহ্ন
ডোমারে নানান আয়োজনে মহান মে দিবস পালন
সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধি
নীলফামারীর ডোমারে নানান আয়োজনে মহান মে দিবস পালন করা হয়েছে।
সোমবার ১ পহেলা মে দিবস ঘিরে সকাল দশটায় বিভিন্ন শ্রমিক সংগঠন তাদের নিজ নিজ অফিস কার্যালয়ে থেকে নিজস্ব ব্যানারে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে।
জেলা ট্রাক ট্যাংকলড়ী শ্রমিক ইউনিয়ন এর নিজ কার্যালয় হতে সভাপতি আব্দুল ওয়াদুদ এর ন্বেতৃত্বে একটি র্যালি বের হয়ে শহরের
প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার নিজ
কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় বক্তব্য পেশ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ,পৌরসভা প্যানেল মেয়ের ও ওই সংগঠনের সাধারণ সম্পাদক সেলিম রেজা প্রমুখ। পরে বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন এর নেতৃত্বে অটো শ্রমিক ফেডারেশন ও শ্রমিক কল্যাণ সোসাইটি ও জাতীয়তাবাদী শ্রমিকদলের ব্যানারে পৌরসভা
কাউন্সিলর আখতারুজ্জামান সুমনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালী ডোমার শহর প্রদক্ষিণ করে। এ ছারাও ডোমার শাখা ও জাতীয় রিক্সা ভ্যান শ্রমিক লীগ ও বিভিন্ন সংগঠন তাদের নিজ নিজ ব্যানারে র্যালী ও আলোচনা সভায় মিলিত হয় ।
এ সময় উপজেলা যুবলীগের যুগ্ম আহব্বায়ক গনেষ কুমার আগরওয়ালা। জাতীয় রিক্সা ভ্যান শ্রমিক লীগের ডোমার শাখার সভাপতি নুরুল আমিন (বাবুল) সাধারণ সম্পাদক মোকাদ্দেছ আলী (মক্কা) হরিনচড়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি ফিরোজ আল মামুন
প্রমুখ র্যালীতে ন্বেতৃত্ব প্রদান করেন।