রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ১১:১৩ পূর্বাহ্ন
”করোনাভাইরাস”প্রতিরোধে পতেঙ্গা যুব পরিষদের উদ্যোগ “
হোসেন আহম্মদ পাড়া যুব পরিষদের অসহায়-দুস্থদের ত্রাণ সামগ্রী বিতরণ
প্রেস বার্তা খবরঃ ৪ঠা এপ্রিলঃ- হোসেন বাবলা
নগরীর পতেঙ্গা থানাধীন (৪০নংওয়ার্ড)”করোনাভাইরাস” সচেতনতায় খেটে খাওয়া, অসহায়-দুস্থ ৪০০ পরিবারের মাঝে “উত্তর পতেঙ্গা হোসেন আহম্মদ পাড়া যুব পরিষদের” ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম ৪ঠা এপ্রিল শনিবার যৌথ আবাসিক কলোনী রোডস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ের সামনে এবং বাড়ী বাড়ী ত্রাণ সামগ্রী পৌছে দেন।
বিতরণ কার্যক্রমে স্বক্রিয়ভাবে অংশ নেন-হাজী খায়রুজ্জামান ,হাজী মোঃইসমাইল,ক্রীড়া ও সামাজিক সংগঠক নজরুল ইসলাম মিন্টু,মোঃ নাছির,কামাল উদ্দিন,সুমন ইসলাম,আবির সহ গন্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।আশ-পাশের প্রায় ৪০০ (চার শতাধিক)পরিবারের কাছে ঘরে ঘরে বিশেষ ব্যবস্থায় ত্রাণ সামগ্রী বিতরণ সহ উপস্থিত অসহায়-দুস্থ ৪০০ পরিবারের সদস্যকে ত্রাণ সামগ্রী তুলে দেন।
এছাড়া হোসেন আহম্মদ পাড়া যুব পরিষদের সদস্য –কর্মীরা করোনাভাইরাস সচেতনতায় যৌথ আবাসিক কলোনী মেইন রোড থেকে খেঁজুর তলা সহ আশ-পাশের সকল অলি-গলিতে জীবানুনাশক পানি ছিটানো,ব্লিজিংপাউডার ছিটানো ,প্রচারপত্র এবং জনগণ কে সচেতন করতে মাক্স পরিদান,হ্যান্ড স্যানিটেশন,হাত ধোয়া ও ঘরে থাকার পরামর্শ বার্তা প্রকাশ কার্যক্রম করছেন বলে সংগঠনের প্রধান সমন্বয়ক,সংগঠক নজরুল ইসলাম মিন্টু গনমাধ্যমকে জানান।