রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৯:৩৩ পূর্বাহ্ন
নীলফামারী চিলাহাটিতে জমির দ্বন্দে একজনের মৃত্যু আহত দুই
সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধি
নীলফামারীর ডোমার চিলাহাটি ভোগডাবুড়ীতে জমির দ্বন্দ্বে রফিকুল ইসলাম (৬০)নামে একজনের মৃত্যু হয়েছে অপর দুইজন গুরুতর আহত হয়েছে ।
ঘটনাটি (২৩ এপ্রিল) বিকাল বেলা নীলফামারী
ডোমার উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের শিমুলতলি নেংরী মোড় এলাকায় ঘটে।
মৃত ব্যক্তি ঐ ইউনিয়নের মৃত লুৎফর রহমানের ছেলে রফিকুল ইসলাম।
স্থানীয় সুত্রে জানাযায় দীর্ঘদিন ধরে ১২ শতাংশ পুকুরের জমির মালিকানা নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল মৃত লুৎফুর রহমানের ৬ সান্তনের মধ্যে। তাদের ৬ ভাইয়ের মধ্যে রফিকুল ও মফিজার একটি পক্ষ,বাকি চারভাই বিটুল রহমান ,রমজান আলী,আবু বক্কর সিদ্দিক ও ভুট্টো একটি পক্ষ।
রফিকুল ইসলাম ও মফিজার রহমান হাটতে হাটতে রবিবার পুকুরপাড় যান, এসময় প্রতিপক্ষরা তাদের পরিবারের ছেলে মেয়েসহ
স্থানীয় অস্ত্রসত্র নিয়ে তাদের উপর অতর্কিত হামলা করে। ঘটনা স্থলেই রফিকুল ইসলামের
মৃত্যু ঘটে আহত হন মফিজার রহমান ও তার
ছেলে জিকরুল ইসলাম (২২)। আহতরা ডোমার উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্স চিকিৎসা
ধিন।
ডোমার থানা অফিসার ইনচার্চ মাহামুদ উন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন লাশ
উদ্ধার ও আইনি প্রক্রিয়া চলছে,ঘটনায় জরিতরা বাড়িথেকে পলাতক ।