শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:১২ পূর্বাহ্ন
নীলফামারীর তিস্তায় নৌকাডুবি নিখোঁজ এক
সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধি
নীলফামারীর ডিমলায় তিস্তায় নদীতে নৌকাডুবিতে কুরবান আলী (৬৫) নামে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছে।
রবিবার (২৩ এপ্রিল) দুপুর বেলা ডিমলা উপজেলার তিস্তা ব্যারেজ এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ ব্যক্তি লালমনিরহাট হাতিবান্ধা উপজেলার গাড্ডিমারী ইউনিয়নের সাবেক সদস্য মৃত ময়েজ উদ্দিনের ছেলে কুরবান আলী। নদী ভাংঙ্গনের পরথেকে কুরবান আলী নীলফামারী ডিমলা উপজেলার বাইশপুকুর
(শিলট্যাব)এলাকায় বসবাস করছিল।
স্থানীয় সুত্রে জানাযায় রোববার সারে এগারো
টার সময় গাড্ডিমারি হাতিবান্ধাচড় থেকে ছেলে মেয়ে নাতি নাতনী নিয়ে নিজ বাড়ি যাওয়ার জন্য নৌকাকরে পাড়ি দিচ্ছিলেন।
অতিরিক্ত যাত্রী ডিঙ্গি নৌকায় হঠাৎ দমকা হাওয়াঁ বাতাসে ডুবেযায় নৌকাটি। পরে স্থানীয়
রা এগারো জনকে উদ্ধার করলেও কুরবান
আলীকে উদ্ধার করতে পারেনী। স্থানীয় ও ডুবুরি দল দুইটা পর্যন্ত চেষ্টা করেও কোরবান আলীকে উদ্ধার করতে পারেনি।
ডিমলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সাব
অফিসার মোজাম্মেল হোসেন বলেন ঘটনা স্থলে হাতীবান্ধা একটি ইউনিট কাজ করছে।
রংপুরের ইউনিটকে খবর দেয়া হয়েছে।