মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৪:৫৬ অপরাহ্ন
মোটরসাইকেল ভ্যান মুখোমুখি সংর্ঘষে
২ জনের মৃত্যু
সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধি
নীলফামারীতে মোটরসাইকেল ও ভ্যানে মুখোমুখি সংঘর্ষে লিটন চন্দ্র রায়(৩৮)ও লাভলী বেগম (২৫) নামে দুই জনের মৃত্যু হয়েছে।
এই মর্মান্তিক ঘটনাটি (২১ শে এপ্রিল) শুক্রবার রাত আনুমানিক দশটায় নীলফামারী সদর পলাশবাড়ী ইউনিয়নের ডায়াবেটিস ক্লিনিকের সামনে ঘটে।
মৃত ব্যক্তি একজনের বাড়ি সদর পলাশবাড়ী ইউনিয়নের ৭ নং ওয়ার্ড
এর পূর্ব বামনডাংঙ্গা এলাকার রমানাথ রায় এর ছেলে লিটন চন্দ্র রায়, অপরজন
ডোমার উপজেলা হরিনচড়া ইউনিয়নের ৫ নং
ওয়ার্ড আঠিয়াবাড়ী গ্রামের বাছির আলীর স্ত্রী লাভলী বেগম।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানাযায় দুইবন্ধু মিলে পলাশ বাড়ী থেকে মোটরসাইকেল যোগে নীলফামারী শহর অভিমুখে যাচ্ছিল তারা,অপরদিক থেকে আসা যাত্রীসহ ব্যাটারিচালিত ভ্যানের সাথে মুখোমুখি ধাক্কা লেগে ঘটনা স্থলেই মৃত্যু ঘটে মোটর সাইকেল আরোহীর।মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ঘটে লাভলী বেগমের। ভ্যানের বাকি যাত্রীরা এখন আশংঙ্কা মুক্ত।
কথা হলে নীলফামারী সদর থানা অফিসার ইনচার্চ মুক্তারুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে লাশ দাফঁনের জন্য হস্তান্তর করা হয়েছে।
তিনি আরো জানান যেহেতু দুই পক্ষের ২ জন মারা গেছে এ ব্যাপারে একটি ইউডি মামালা দায়েরের প্রক্রিয়া চলছে ।