সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৩৮ পূর্বাহ্ন
নীলফামারীতে পৌর-কাউন্সিলর সড়ক দুর্ঘটনায় নিহত
সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধি
নীলফামারীর ডোমারে রুবেল ইসলাম (৩৩) নামে এক পৌর-কাউন্সিলরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
ঘটনাটি ১৭ এপ্রিল সোমবার রাত আনুমানিক সারে আটটার সময় জলঢাকা তিনবট ও ছলেমানের চৌপতি নামক স্থানে এ ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তি ডোমার পৌরসভা ৭ নং ওয়ার্ড এর কাউন্সিলর ও চিকনমাটি এলাকার বাবুল রহমানের ছেলে রুবেল ইসলাম।স্থানীয় সুত্রে জানাযায় রংপুর মেডিকেলে তার অসুস্থ শ্বাশুরির খবর নিয়ে বাড়ি ফেরার পথে তিনবট ছলেমানের চৌপতি নামক স্থানে অপর দিক থেকে আসা জলঢাকা গামী একটি মালবোঝাই চলন্ত ট্রাক তার মোটরসাইকেলেটিকে ধাক্কা দিলে রোডে ছিটকে পরলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনা স্থলেই তার মৃত্য ঘটে। ট্রাকটি আটকানো সম্ভব হয়নি।
জলঢাকা থানা (তদন্ত) অফিসার ইনচার্চ বিশ্বদেব রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আইনি প্রক্রিয়া সম্পন্ন করে সৎ কাজ করার জন্য পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।