শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০১:৫৭ অপরাহ্ন
ডোমারে পাগলীমার হাটকে রাজস্ব খাতে অন্তর্ভুক্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন
সত্যেন্দ্রনাথ রায়,ডোমার(নীলফামারী)প্রতিনিধি
নীলফামারীর ডোমারে পুরাতন পাগলীমার হাটকে রাজস্ব খাতে অন্তর্ভুক্তির দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
বুধবার ১২ এপ্রিল সকাল সারে দশটার সময় উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের মুসারমোর বাজারে।
এলাকাবাসীর আয়োজনে সংশ্লিষ্ট ইউনিয়ন শাখা আওয়ামী লীগ এর সভাপতি দুলাল হোসেনের ন্বেতৃত্বে এলাকাবাসী এই মানববন্ধন করে ।
মানববন্ধনে অংশ নেয়া অন্যান্যদের মধ্য থেকে হাট ইজারদার শফিকুল ইসলাম,বিশিষ্ট মরিচ ব্যবসায়ী ছামছুল হক, রবিউল ইসলাম, আয়ুব আলী,শাহিনুর ইসলাম,রাকিবুল ইসলাম,মমিনুর ইসলাম, এ সময় উনিয়নের আওয়ামী লীগ শাখার সভাপতি দুলাল হোসেন বলেন হাটটিকে রাজস্ব খাতে অন্তর্ভুক্তি প্রানের দাবি হয়ে দারিয়েছে।
তিনি আরো বলেন হাটটি ডোমার, ডিমলা, জলঢাকা,দেবীগঞ্জ,, চিলাহাটি, সবদিকথেকে মধ্যম স্থানে হওয়ায় মরিচ চাষীদের গুরুত্ব বেশী,যোগাযোগ ব্যাবস্থা ভালো হওয়ায় কৃষকের পরিবহন খরচ অল্প। এ কারনে কৃষকের কাছে হাটটির গরুত্ব বেশী। মরিচের জন্য বিখ্যাত। আলু,কপি,বেগুন,ভুট্টাসহ নানান পন্য ক্রয় বিক্রয় হত। নানা প্রতিকুলতা হতে হাটের প্রান ফিরাতে ২০১৯ সালে এলাকার ছয় জন বিশিষ্ট ব্যক্তি হাটের নামে ১৫ শতাংশ জমি দিয়েছেন রেষ্ট্রীকরে। জমিদাতা বৃন্দ জেলা প্রশাসকের কাছে জমির দলিল সহ রাজস্ব খাতে অন্তর্ভুক্তির জন্য করেছেন লিখিত আবেদন। এলাকাবাসী দাবি তুলছে হাটটিকে রাজস্ব খাতে তালিকা ভুক্তি করা হলে সরাকার যেমন পাবে রাজস্ব,তেমনি এলাকার সাধারণ মানুষের সৃষ্টি হবে আয় রোজগারের পথ। ঘুজবে বেকার সমস্যা।