শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ১১:১০ অপরাহ্ন
সিএমপি বন্দর থানার অভিযানে চট্টগ্রাম কাস্টমস হাউজ কর্তৃক ধ্বংসকৃত আমদানী নিষিদ্ধ মাটি মিশ্রিত নষ্ট ভুসি সদৃশ্য পণ্য খাদ্যদ্রব্য মাটি খুঁড়ে বের করে অজ্ঞাতনামা ক্রেতার নিকট বিক্রি করে পিকআপ গাড়ির মাধ্যমে পরিবহনের চেষ্টা করার অপরাধে ৫ জন গ্রেফতার।
ডেক্স নিউজঃ- সিএমপি মিডিয়া
সিএমপি বন্দর বিভাগের উপ-পুলিশ কমিশনার শাকিলা সোলতানা’র সার্বিক দিক-নির্দেশনায়, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার শেখ শরিফুজ্জামান ও সহকারী পুলিশ মাহমুদুল হাসান এর তত্ত্বাবধানে, বন্দর থানার অফিসার ইনচার্জ জনাব সঞ্জয় কুমার সিনহার নেতৃত্ব, এসআই ফয়সাল সরোয়ার সংগীয় ফোর্সসহ ১০/০৪/২০২৩ খ্রিঃ নগরীর বন্দর থানাধীন আনন্দ বাজার বেড়ি বাঁধ সংলগ্ন সিটি কর্পোরেশন ডাম্পিং ইয়ার্ডে মাটি চাপা দিয়ে রাখা কাস্টমস হাউজ কর্তৃক ধ্বংসকৃত আমদানী নিষিদ্ধ মাটি মিশ্রিত নষ্ট ভুসি সদৃশ্য পণ্য/খাদ্যদ্রব্য মাটি খুঁড়ে বের করে অজ্ঞাতনামা ক্রেতার নিকট বিক্রি করে পিকআপ গাড়ির মাধ্যমে পরিবহনের চেষ্টাকালে মোঃ নজরুল ইসলাম লিটন, সুজন কান্তি দে, মোঃ গিয়াস উদ্দিন, মোঃ ইউসুফ ও আশরাফ ইসলাম রনিকে আটক করেন।
এসময় আটককৃতদের হেফাজত থেকে ৬০ বস্তা পঁচা দুর্গন্ধযুক্ত মাটি মিশ্রিত ভুসি সদৃশ ধ্বংসপ্রাপ্ত পণ্যদ্রব্য, ধ্বংসকৃত মালামাল বিক্রি বাবদ নগদ ২,০০,০০০/- টাকা এবং একটি মিনি পিকআপ যার রেজিঃ নং-নেত্রকোনা-ন-১১-০০১১ উদ্ধারপূর্বক জব্দ করেন।
মোঃ নজরুল ইসলাম লিটন (২৬), পিতা-মোঃ কবির, মাতা-ছলিমা খাতুন, সাং-গুয়াপঞ্চক, শাহ আহম্মদ এর বাড়ী, ওয়ার্ড নং-০৫, পোঃ বৈরাগ, চাতুরী চৌমুহনী, থানা-আনোয়ারা, জেলা-চট্টগ্রাম।
সুজন কান্তি দে (৩৫), পিতা-মৃত গোপাল কান্তি দে, মাতা-পুলকী রানী দে, সাং-পূর্ব জোয়ারা গোপালের বাড়ী, পৌরসভা, থানা-চন্দনাইশ, জেলা-চট্টগ্রাম বর্তমানে-দাড়োয়ান, মক্কা-মদিনা-২ ডিপো, বেড়ীবাঁধ রোড, বে-টার্মিনাল সংলগ্ন ধুমপাড়া সাগরপাড়, থানা-বন্দর, জেলা-চট্টগ্রাম।
মোঃ গিয়াস উদ্দিন (৩৪), পিতা-মোঃ বশির মাঝি, মাতা-শাহিদা বেগম, সাং-চর উরবর্তী, মোতাহের মাঝির বাড়ি, ওয়ার্ড নং-০৪, ভবানীগঞ্জ ইউপি, থানা-লক্ষ্মীপুর সদর, জেলা-লক্ষ্মীপুর। বর্তমানে-লেবার (মাঝি), মক্কা-মদিনা-২ ডিপো, বেড়ীবাঁধ রোড, বে-টার্মিনাল সংলগ্ন ধুমপাড়া সাগরপাড়, থানা-বন্দর, জেলা-চট্টগ্রাম।
মোঃ ইউসুফ (৩৫), পিতা-মৃত আজিজ মিয়া, মাতা-সামছুন নাহার, সাং-চর উরবর্তী, আজিজ মিয়ার বাড়ি, ওয়ার্ড নং-০৪, ভবানীগঞ্জ ইউপি, থানা-লক্ষ্মীপুর সদর, জেলা-লক্ষ্মীপুর। বর্তমানে-কাঠঘর, মুসলিমাবাদ, রিদুয়ানের ভাড়াঘর, থানা-পতেঙ্গা, জেলা-চট্টগ্রাম।
আশরাফ ইসলাম রনি (৩০), পিতা-শফিউল আলম, মাতা-জোছনা বেগম, সাং-মুনির নগর, কাজী পাড়া, জিন্নাত আলী মুন্সির বাড়ি, থানা-বন্দর, জেলা-চট্টগ্রাম।
এর আগেও ঐ একই স্থান হতে কাস্টমস এর ধ্বংস পন্য বিক্রয়ের সময় ১০টি ট্রাক জব্দ হয়েছিল। দির্ঘদিন ধরে ঐ
চক্রটি রাতের আঁধারে প্রায়ই তারা চুরি করে ধ্বংসকৃত পশু খাদ্য বিক্রয় করে আসছে,,