রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৯:৩৭ পূর্বাহ্ন
নীলফামারীতে দোকানদারকে ১৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর
সত্যেন্দ্রনাথ রায় নীলফামারী প্রতিনিধিঃ
ওজনে কম, জিলাপীতে ক্ষতিকারক মেশানো রং আর স্বাস্থ্য সম্মত পরিবেশ না থাকায় এই তিন বিষয় মিলে দুই হোটেল মালিক কে ১৮ হাজার টাকা জরিমানা করেছে।
মঙ্গলবার দুপুর বেলা ডোমার উপজেলা ভোগডাবুড়ী ইউনিয়নের গোশাইগঞ্জ বাজারস্থ ভাই ভাই ফুড প্রোডাক্ট মালিক কে ৫ হাজার টাকা,অপরটি চিলাহাটি নিউ সোনার মদিনা হোটেল মালিক কে ১৩ হাজার টাকা জরিমানা করেন নীলফামারী জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক শামসুল আলম,ও নিরাপদ খাদ্য পরিদর্শক জয় চন্দ্র রায়।
দোকানদারদের কাছ থেকে তাৎক্ষণিক ভাবে টাকা আদায় করা হয় বলে জানান সহকারী পরিচালক।
এ সময় কালে প্রসিকিউটিং অফিসার হিসেবে উপস্থিত ছিলেন স্যানিটারি ইন্সপেক্টর আল আমিন রহমান ও চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্য বৃন্দ।
সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধিঃ
মোবাইল ০১৭৪৭৬১৪৫৩৭