বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১:১০ অপরাহ্ন
উত্তর পতেঙ্গাস্থ খালপাড় বার্মা কলোনিতে অগ্নিকান্ডে ২৪ ঘর পুড়েছে..!
নিজস্ব প্রতিবেদক:০৩এপ্রিল
নগরীর ইপিজেড থানাধীন (উত্তর পতেঙ্গা)ষ্টীলমিল খালপাড় পূর্ব হোসেন আহমেদ পাড়ার মসজিদের পার্শ্বে বার্মা কলোনিতে জনৈক ডা: রবিউলের টিনশেড ভাড়াঘর এবং পাশাপাশি একই কলোনির জনৈক মোঃ ইউছুপের ভাড়াঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ৩এপ্রিল, সোমবার বিকেলে।পরবর্তীতে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে ০৩:৪৫ ঘটিকায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে জনৈক ডা: রবিউলের ১২টি রুম এবং ইউসুফের র ১২টি রুম সর্বমোট ২৪টি রুম আগুনে পুড়িয়ে ছাই হয়ে যায়।
এতে ভাড়াটিয়াদের আসবাবপত্র এবং প্রয়োজনীয় জিনিস পত্র ক্ষয়ক্ষতি হয়। যাহার ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক ২০ লক্ষ্য টাকা হবে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। তবে হতাহতের কোন সংবাদ পাওয়া যায় নি।