শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ০৩:১৭ অপরাহ্ন
ডিবি (উত্তর ও দক্ষিণ) বিভাগের টিম নং-২১ দক্ষিণ কর্তৃক ১ (এক) জন অবহৃত ভিকটিম উদ্ধার এবং চাকু ও মাইক্রোবাসসহ অপহরণকারী চক্রের ০৫ (পাঁচ) সদস্য গ্রেফতার।
ডেক্স নিউজঃ- সি এম পি মিডিয়া
উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) নিহাদ আদনান তাইয়ান এর তত্ত্বাবধানে, অতি: উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) মো: সোনাহর আলীর সার্বিক দিক নির্দেশনায় মহানগর গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের টিম নং-২১ এর সদস্যরা পুলিশ পরিদর্শক মো: মোক্তার হোসেন এবং পুলিশ পরিদর্শক রুহুল আমিনের নেতৃত্বে গত ৩০/০৩/২০২৩ খ্রিঃ তারিখ নিয়মিত ডিউটি করাকালে একই তারিখ সন্ধ্যা ০৭. ঘটিকা হতে ৩১/০৩/২০২৩ খ্রিঃ তারিখ বিকাল ০৫. ঘটিকা পর্যন্ত নগরীর খুলশী থানাধীন ওয়াসা মোড় এলাকায় অভিযান পরিচালনা করে ০১ টি চাকু ও ০১ টি নোয়া মাইক্রোবাসসহ ১ জন ভিকটিমকে উদ্ধারপূর্বক ০৫ জন অপহরণকারীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা চট্টগ্রাম জেলার সাতকানিয়া এলাকার বাসিন্দা। তারা ভিকটিম আব্দুল মতিন (৩৬)’কে নগরীর ওয়াসা মোড় হতে অপহরণ করে মুক্তিপণ আদায়ের জন্য ঘটনাস্থলে অবস্থান করছিলো মর্মে প্রাথমিক তদন্তে জানা যায়।
উক্ত ঘটনা সংক্রান্ত ধৃত ১। আমানুল হক (২৪), ২। সুজন চৌধুরী (২৭), ৩। মোঃ বাপ্পি মিয়া (২৫), ৪। মোঃ রাশেদ (২১) ও ৫। মোঃ হৃদয় সহ অন্যান্য পলাতক আসামিদের বিরুদ্ধে খুলশী একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।