মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৪:০২ অপরাহ্ন
নীলফামারীতে ট্রাক্টরে বহনকৃত পানির ট্যাংকি উল্টে এক শিশুর মৃত্যু
সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধি
নীলফামারীর সদরে আল আমিন নামে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার ৩১ শে মার্চ সকাল সারে এগারটার দিকে নীলফামারী সদর কচুঁকাটা ইউনিয়নের বাবুর বাজার নামক স্থানে ঘটনাটি ঘটে।
মৃত শিশু একই ইউনিয়নের ডাংগাপাড়া নামক এলাকার মোকাদ্দেসুর রহমান ও মাতা
ফারজানা বেগমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায় রাস্তার গারি সাইট দিতে গিয়ে ট্রাক্টরের ট্রলির পিছনের চাক্কাদেবে গিয়ে কাত হয় ট্রলি,আর ট্রলিতে থাকা সেই পানির ট্যাং সাইটে থাকা শিশুর ওপরে পড়ে।এতেই দুর্ঘটনার শিকার হয় শিশুটি।
স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে দ্রুত পরিবহন করে নীলফামারী সদর হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত ডা. শিশুর মৃত্যু আগেই হয়েছে বলে নিশ্চিত করেন।
এ বিষয়ে কথা হলে নীলফামারী সদর থানা অফিসার ইনচার্চ মুক্তারুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং বলেন আমাদের পুলিশ ঘটনা স্থলে গিয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হবে। জনতা ট্রাক্টর ও ড্রাইভারকে আটক করেছে।