সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:০০ পূর্বাহ্ন
নীলফামারীতে ইষ্টার সান্ডে পালনে আগাম প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত
সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধি
নীলফামারীতে খ্রীষ্টান ধর্মাবলম্বীদের ইষ্টার সান্ডে পালনে আগাম প্রস্তুতি মুলক এক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২৫ শে মার্চ সকাল দশটায় নীলফামারী খ্রীষ্টান ঐক্য পরিষদে আয়োজনে হাড়োয়া দেবীর ডাংগা বাংলাদেশ লুথারেন্স চার্চ (বিএলসি) এই সভার আয়োজন করে।
এ সময় সভায় উপস্থিত ছিলেন নীলফামারী জেলা খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি মাইকেল এন্ড্রো, ও সাধারণ সম্পাদক রেভাঃ ডেভিড কানাই ঋশি,আরো উপস্থিত ছিলেন
বিভিন্ন চার্চের পালক,রতন রায়,মনোতোষ রায়,
সুপ্রিয় রায়,সন্তোষ রায়,রমেশ,প্রিন্স,প্রদীপ রায়
প্রমুখ। সভা শেষে অনুষ্ঠানে কার্যকারী কমিটির শিন্ধান্ত ক্রমে একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয়।