শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০২:৫৮ অপরাহ্ন
নীলফামারীতে ১২০ জন গৃহহীন পরিবার পেল মাঁথা গোঁজার ঠাই
সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক নীলফামারীতে
আশ্রয়ন -২ প্রকল্পের চতুর্থ পর্যায়ের ১২০ জন গৃহহীন ও অসহায় পরিবারের মাঝে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে।
বুধবার(২২শে মার্চ) দুপুড় বেলা নীলফামারী সদর উপজেলা প্রশাসনের আয়োজনে লক্ষীচাপ ইউনিয়নের ময়মনসিংহ পাড়ায় আশ্রয়ন প্রকল্পের ঘরের চাবি ও জমির দলিল প্রদান ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন নীলফামারী -২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নুর এমপি,সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ,ভাইস চেয়ারম্যান দিপক চক্রবর্তী, সদর উপজেলা নির্বাহী অফিসার জেসমিন নাহার,লক্ষীচাপ ইউপি চেয়ারম্যান আমিনুর
রহমান,ইটাখোলা ইউপি চেয়ারম্যান হেদায়েত
আলী ফকির,বীর মুক্তিযোদ্ধা অরবিন্দু রায়,লক্ষীচাপ ইউনিয়ন শাখা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা, প্রমুখ। আরো ছিলেন ইউনিয়ন থেকে আসা জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন স্তরের ব্যক্তি বর্গ। আলোচনা শেষে সংসদ সদস্য আশ্রয়ন প্রকল্পে গিয়ে সুবিধা ভুগীদের মাঝে ঘরের চাবি ও জমির দলিল হাতে তুলে দেন।
নীলফামারীতে মোট ৪৮০ টি ঘরের মধ্যে সদরে ১২০ টি,ডোমার ৯৭ টি জলঢাকায় ১০৩ টি কিশোরগঞ্জে ৪৫ টি,সৈয়দপুরে ১১৫ টি।