শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ১০:১১ অপরাহ্ন
নীলফামারী ডোমারে জমকালো আয়োজনে সেবা হাসপাতালের শুভ উদ্বোধন
সত্যেন্দ্রনাথ নাথ রায়,নীলফামারী,প্রতিনিধি
নীলফামারীর ডোমারে জমকালো আয়োজনে
আত্যধুনিক সেবা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন করা
হয়েছে।
সোমবার ২০ শে মার্চ বিকেল বেলা সেবা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বা
ধিকারী ডা.আইনুল হক বনোয়ারী মোড় স্থানে তার নিজস্ব প্রতিষ্ঠানে এ আয়োজন করেন।
ননান রংঙ্গের বেলুন উড়িয়ে ডোমার পৌর মেয়র মনছুরুল ইসলাম (দানু) সেবা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের শুভ
উদ্বোধন করেন।
প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীর সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, জেলা পরিষদ সদস্য মনজুর আহমেদ ডন,পৌর প্যানেল মেয়র সেলিম রেজা,ডোমার শাখা আাওয়ামী লীগের সভাপতি এ্যাড.মানোয়ার হোসেন,সাধারণ
সম্পাদক মনজরুল হক চৌধুরী, বীর মুক্তিযো
দ্ধা ইলিয়াছ হোসেন ও গোলাম মোস্তাফা, আরো ছিলেন উপজেলা বিএনপির সাধারণ
সম্পাদক আক্তারুজ্জামান সুমন প্রমুখ।
এছারাও উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের গাইনি
কনসালটেন্ট ডা. ফারজানা আফরিন, ডক্টরস্
ক্লিনিকের স্বত্বাধিকারী ডা.মাহাবুব উর রশীদ
(মাসুম)বিশিষ্ট ব্যবসায়ী রামনীওয়াশ আগরওয়ালা সহ বিভিন্ন ব্যবসায়ী, সুধীজন
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ডা. আইনুল হক বলেন রোগীর উন্নত মানের চিকিৎসা সেবা
নিশ্চিতে অত্যাধুনিক যন্ত্রপাতি এখানে বসানো হয়েছে। পরিক্ষা নিরীক্ষা মাধ্যমে রুগীর উন্নত চিকিৎসা সেবা প্রদান করাই আমাদের প্রতিষ্ঠানের মুললক্ষ্য।