রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৯:৪৩ পূর্বাহ্ন
ডোমারে সংবর্ধনা অনুষ্ঠান
সত্যন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধি
নীলফামারীর ডোমার হরিনচড়ায় প্রাথমিক
বিদ্যালয়ে ন্বিঃস্বার্থ ভাবে জমিদান করায় ওই বিদ্যালয়ে সাবেক সহকারী প্রধান শিক্ষক (বাবু) জগদীশ চন্দ্র রায় ও একই এলাকার বিশিষ্ট ব্যবসায়ী বাবু নৃপেন্দ্র নাথ সাহা কে সংবর্ধনা দিয়েছে শালমারা বন্দরপারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ ও ম্যানেজিং কমিটি।
সোমবার ২০ শে মার্চ বিকালবেলা অত্র বিদ্যালয় কর্তৃপক্ষ স্কুল মাঠে এ আয়োজন করে। সভাপতি বনমালী রায়ের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ ,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) রকিবুল হাসান,সহকারী শিক্ষা অফিসার নজরুল ইসলাম,উপজেলা (ইউআরসি)অফিসার আকরাম হোসেন, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান রাসেল রানাও হরিনচড়া ইউনয়ন শাখা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি প্রদীপ চন্দ্র রায়,অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহামায়া দেববর্মন প্রমুখ। আরো ছিলেন বিভিন্ন প্রতিষ্ঠান আসা
শিক্ষক,শিক্ষিকা,শিক্ষার্থী অভিভাবক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক নির্মল চন্দ্র রায়।
উল্লেখ্য নির্মানাধীন এশিয়ান রোডস এন্ড হাইওয়ে রাস্তায় স্কুলের ভবন পরে,উর্ধতন কর্তৃপক্ষ স্কুল ভবনটি বিলুপ্তির চিঠি ইসু করেন। বিলুপ্ত ভবন রক্ষার জন্য দুই হাজার ২১ সালে নিঃস্বার্থ জমি দান করেন বাবু জগদীশ চন্দ্র রায়২৭ শতাংশ ও বাবু নৃপেন্দ্র নাথ সাহা ২.৫ শতাংশ।