রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৪ পূর্বাহ্ন
নড়াইলে ডিবির অভিজানে গাঁজা সহ আটক এক।
এম মাহমুদুল হাসান (নিপুন)
নড়াইল প্রতিনিধি।
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে চলছে একের পর এক চিরুনি অভিযান। নড়াইলের সুযোগ্য পুলিশ সুপার মোসা: সাদিরা খাতুন মহোদয়ের দিক নির্দেশনায়,(ডিবি) ওসি মো: সাজেদুল ইসলাম এর নেতৃত্বে নড়াইল জেলা (ডিবি) পুলিশ নিরলস ভাবে মাদকের বিরুদ্ধে কান্ডারীর ভূমিকা পালন করে চলেছে। ১৯ মার্চ(রবি বার) রাত ৯.১০ মিনিটে সাগর দাস( ৪২) পিতাঃ- মৃত, বসন্ত দাস কে গ্রেপ্তার করে নড়াইল (ডিবি) পুলিশ। সাগর দাস,কুড়িগ্রাম আশ্রম রোড,নড়াইল এর বাসিন্দা। ডিবির উপস্থিতি টের পেয়ে,নড়াইল পৌরসভার অন্তর্গত কুড়িগ্রাম রামকৃষ্ণ আশ্রম গেট সংলগ্ন তিন রা স্তার মোড় হতে দৌড়ে পালানোর চেষ্টা করলে ৩০০ গ্রাম গাঁজা সহ ,(ডিবির) এস আই জয়দেব সঙ্গীয় ফোর্স,নিয়ে,তাকে আটক করে। এসময় তার সঙ্গে থাকা ৩০০ গ্রাম গাঁজা জব্দ করে ডিবি পুলিশ ।