নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ২১০ পিস ইয়াবা সহ এক যুবক গ্রেপ্তার।

নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ২১০ পিস ইয়াবা সহ এক যুবক গ্রেপ্তার।

এম মাহমুদুল হাসান (নিপুন)
নড়াইল প্রতিনিধি

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সুযোগ্য পুলিশ সুপার মোসা: সাদিরা খাতুনের দিক নির্দেশনায়,নড়াইল জেলা পুলিশ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায়,গোপন সংবাদের ভিত্তিতে ১৮ মার্চ(শনিবার) রাতে নড়াইল (ডিবির) ওসি মো: সাজেদুল ইসলামের নেতৃত্বে,(ডিবির) এস আই জয়দেব সহ (ডিবির)চৌকস দল, নড়াগাতি থানাধীন মহাজন বাজারে অভিজান পরিচালনা করে,শংকর সাহা এর দোকানের সামনে থেকে, আল মামুন সরদার(২৮), নামে এক যুবককে গ্রেপ্তার করে। পিতা- মৃত আবু সাঈদ সরদার, সাং-দিঘলিয়া, থানা- লোহাগড়া, জেলা নড়াইল। এ সময় তার নিকট হতে ২১০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। আল মামুন একজন নামকরা বিশিষ্ট মাদক ব্যাবসায়ি। এছাড়াও খুলনা জেলার কয়রা থানায় সে মাদক মামলার এজাহারভুক্ত আসামি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com