রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ১১:১৫ পূর্বাহ্ন
নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ২১০ পিস ইয়াবা সহ এক যুবক গ্রেপ্তার।
এম মাহমুদুল হাসান (নিপুন)
নড়াইল প্রতিনিধি।
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সুযোগ্য পুলিশ সুপার মোসা: সাদিরা খাতুনের দিক নির্দেশনায়,নড়াইল জেলা পুলিশ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায়,গোপন সংবাদের ভিত্তিতে ১৮ মার্চ(শনিবার) রাতে নড়াইল (ডিবির) ওসি মো: সাজেদুল ইসলামের নেতৃত্বে,(ডিবির) এস আই জয়দেব সহ (ডিবির)চৌকস দল, নড়াগাতি থানাধীন মহাজন বাজারে অভিজান পরিচালনা করে,শংকর সাহা এর দোকানের সামনে থেকে, আল মামুন সরদার(২৮), নামে এক যুবককে গ্রেপ্তার করে। পিতা- মৃত আবু সাঈদ সরদার, সাং-দিঘলিয়া, থানা- লোহাগড়া, জেলা নড়াইল। এ সময় তার নিকট হতে ২১০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। আল মামুন একজন নামকরা বিশিষ্ট মাদক ব্যাবসায়ি। এছাড়াও খুলনা জেলার কয়রা থানায় সে মাদক মামলার এজাহারভুক্ত আসামি।