বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩২ অপরাহ্ন
নড়াইলে পুলিশের অভিযানে জুয়ার সরঞ্জাম সহ ৭ জুয়ারি গ্রেপ্তার।
এম মাহমুদুল হাসান(নিপুণ)
নড়াইল প্রতিনিধি।
নড়াইল জেলাকে জুয়া ও মাদক মুক্ত করার লক্ষ্যে নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব, মোসা: সাদিরা খাতুন মহোদয়ের দিক নির্দেশনায়,নড়াইলের নড়াগাতি থানা পুলিশ অভিযান চালিয়ে জুয়ার আসর হতে জুয়ার সরঞ্জাম ও নগদ অর্থ সহ ৭ জন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে নড়াগাতি থানা পুলিশ। ১৭ মার্চ(শুক্রবার) রাতে নড়াগাতি থানাধীন বাঐসোনা ইউনিয়নের ডুটকুরা গ্রাম থেকে নিতিশ বিশ্বাস(৩০), অসিত রায়(২৬), সঞ্জয় কুমার বিশ্বাস(৩২), হৃদয় বিশ্বাস(২৩), অনিমেশ বিশ্বাস (২৬), বলাই বিশ্বাস(২৪) এবং মিঠুন টিকাদার(২৪)। সকলেই নড়াগাতি থানা এলাকার বাসিন্দা। এ সময় তাদের নিকট থেকে জুয়ার সরঞ্জাম ও নগদ অর্থ জব্দ করা হয়।
গ্রেপ্তার এর পর তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।