শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৩:৪২ অপরাহ্ন
ডোমারে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরন কর্মশালা অনুষ্ঠিত
সত্যন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধিঃ
নীলফামারীর ডোমারে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে ২৪/৭(সার্বক্ষণিক) স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ডোমার উপজেলা পরিষদ হলরুমে এমসিএইচ- সার্ভিসেস ইউনিটের ব্যবস্থাপনায় এবং উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনের
ডোমার উপজেলা নির্বাহী অফিসার পূবন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত অবহিতকরণ কর্মশালায় অনলাইনে ভার্চুয়ালী যুক্ত হয়ে বক্তব্য রাখেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যান বিভাগের যুগ্মসচিব (প্রশাসন) আবু নূর মোঃ শামসুজ্জামান। পরিবার কল্যান বিভাগের ডেপুটি ডাইরেক্টর জাহাঙ্গীর আলম প্রধানের সঞ্চালনায় অবহিতকরণ কর্মশালায় বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের রংপুর বিভাগীয় পরিচালক দেওয়ান মোর্শেদ কামাল, নীলফামারী জেলা সিভিল সার্জন হাসিবুর রহমান, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মোজাম্মেল হক, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ রায়হান বারী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তবিবুর রহমান, গাইনী কনসালটেন্ট ডাঃ ফারজানা আফরিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ প্রমূখ।
কর্মশালায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা -কর্মচারী, সেবাদানকারী, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ ১৭৩জন অংশ নেন।