সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৪৩ পূর্বাহ্ন
ডোমারে লীলা কীর্তনে শ্রোতাদের উপচেপড়া ভীড়
সত্যেন্দ্রনাথ রায় ঃ- নীলফামারী প্রতিনিধি
বিশ্ব শান্তি কল্পে জীবের মুক্তি কামনায় ও শুভ দোল
পূর্নিমা উপলক্ষে ডোমার উপজেলার হরিনচড়া ইউনিয়নে এক বিশাল লীলা কীর্তন অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার ১৪ ই মার্চ সারারাত ব্যাপী হংসরাজ সনাতনী যুব সংঘ এই লীলা কীর্তনের আয়োজন করেছে।তারা কয়েক বছর ধরে সফল ভাবে এই লীলা কীর্তনের আয়োজন করে যাচ্ছে ।
অনুষ্ঠানে বাবু গোকুল চন্দ্র রায়ের সভাপতিত্বে লীলা কীর্তনের প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদ
চেয়ারম্যান তোফায়েল আহমেদ, বিশেষ অতিথি সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান রাসেল রানা, হরিনচড়া ইউনিয়ন আওয়ামী লীগের (ভার প্রাপ্ত) সভাপতি প্রদীপ চন্দ্র রায়, সমাজ সেবক জনাব সোহেল রানা, ইউপি পরিষদের মেম্বার নরেশ চন্দ্র রায়,৭.৮.৯ এর মহিলা সদস্য রেণুকা রানী সহ ইউনিয়ন
ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ
সম্পাদক বৃন্দ ঐ ওয়ার্ডের সাবেক সদস্য জগন্নাথ চন্দ্র রায় প্রমুখ।
লীলা কীর্তনের শুভ উদ্বোধন ঘোষনা করেন বাংলাদেশ কেন্দ্রীয় ক্ষত্রীয় কমিটির সাবেক সভাপতি গোরাচাদ অধিকারী,আরো ছিলেন রাধা কৃষ্ণ মন্দিরের সভাপতি অধির চন্দ্ররায় প্রমুখ। হাজার হাজার শ্রোতা দর্শকদের মাঝে রাত ব্যাপী লীলা কীর্তনের মাহাত্য তুলে ধরেন
সুদুর লালমনিরহাট থেকে আসা প্রখ্যাত গীতিকার রত্না রানী রায় ও নওগাঁ জেলার রাধা
রানী মোহন্ত।