শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৩০ পূর্বাহ্ন
”করোনা পরিস্থিতিতে”
স্বপনের অগ্রযাত্রা ফাউন্ডেশন অসহায়দের খাবার ও নগদ টাকা বিতরণ করলেন
প্রেস বিজ্ঞপ্তীঃ০১এপ্রিল
দেশব্যাপি মহামারি খ্যাত ”করোনাভাইরাস প্রতিরোধে” চট্টগ্রামে স্বপ্নের অগ্রযাত্রা ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দিনমজুর এবং বিভিন্ন দুস্ত মানুষদের মাঝে খাবার ও নগদ টাকা বিতরন করছে।৩১ মার্চ মঙ্গলবার দুপুর ২ টার সময় নগরীর বিভিন্ন স্থানে দিনমজুর, রিক্সাচালক, ভ্যানচালক, এবং বিভিন্ন পেশার অসহায় মানুষদের মাঝে এ বিতরন কার্যক্রম করা হয়ে থাকে।
এসময় উপস্থিত ছিলেন সমাজ সেবক আব্দুর রহিম বাদশা, স্বপ্নের অগ্রযাত্রা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ কামরুল হাসান, ভাইস চেয়ারম্যান মোঃ আবুল খায়রুল, ভারপ্রাপ্ত মহাসচিব সাংবাদিক আসাদুল ইসলাম ,পরিচালক ডাঃ রাজন গুপ্ত , পরিচালক লিটন নাথ, পরিচালক মোঃ নূর করিম।
অন্যান্যদের মধ্যে আমির হোসেন, মোঃ আলমগীর ,নির্বাহি সদস্য গন্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।