শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৩:২৫ অপরাহ্ন
আগুনে পুরল এক পরিবারের সর্বস্ব
সত্যেন্দ্রনাথ রায় ঃ- নীলফামারী,প্রতিনিধি
নীলফামারীর ডোমারে একটি পরিবারের আগুনে পুরে সর্বস্ব ছাই হয়েছে।
ঘটনা ১৫ ই মার্চ বুধবার ভোর রাতে ডোমার
(সদর) ইউনিয়নের চার নং ওয়ার্ডের খামাত
পাড়া এলাকায় ঘটে। আগুনে পুরে যাওয়া বাড়িটি হল ঐ এলাকার মফিজ উদ্দিনের
আলু ব্যবসায়ী ছেলে ময়েজ উল্লাহ। অগ্নি
কান্ডে তার ক্ষতি ৪ টি ঘর,৪ টি বিদেশি গরু,ধান,চাল,টাকা,জমির কাগজ সহ বিভিন্ন আসবাবপত্র। যার আনুমানিক ক্ষয়ক্ষতি ১০ লক্ষ টাকা উপরে, ক্ষতিগ্রস্ত পরিবার জানান।
গোয়াল ঘরের কয়েলের আগুন থেকেই আগুনের সুত্রপাত বলে ফয়েজ উল্লাহ জানান।তিনি আরো জানান আমার বাবা গরু বাঁচাতে গোয়াল ঘরে ঢুকলে ঘরের উয়া আগুন সহ বাবার মাথায় ও হাতের উপর পরে,এতে তিনি গুরুতর আহত হন । চিকিৎসা নিয়ে এখন তিনি
সুস্থ আছেন।
স্থানীয় জনতার সহযোগীতায় আগুন নিয়ন্ত্রনে আসে। অপরদিকে খবর পেয়ে সকাল বেলা ক্ষতিগ্রস্ত ঐ পরিবার কে নগদে টাকা,চাল ডাল,কম্বল বিতরন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ।
কথা হলে ডোমার ফায়ার সার্ভিসের ষ্টেশন ওয়ার হাউজ ইন্সপেক্টর সায়েদ মেঃ ইমরান জানান আমরা খবর পাওয়া মাত্রই দ্রুত আমাদের একটি ইউনিট ঘটনা স্থলে গিয়ে সেখানকার আগুন নিয়ন্ত্রণে আনে এবং ক্ষতিগ্রস্ত পরিবারের ১০ লক্ষ টাকার মালামাল
উদ্ধার করে।