শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ০৩:৫২ অপরাহ্ন
ডোমারে ব্যাপক আয়োজনের মধ্যদিয়ে জাতীয় শিক্ষা সপ্তাহ পালন
সত্যেন্দ্রনাথ রায় ঃ- ডোমার নীলফামারী প্রতিনিধি
মানসম্মত প্রাথমিক শিক্ষা,স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় নীলফামারী ডোমারে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালন করা হয়েছে।
রবিবার ১২ ই মার্চ শুরু হয়ে ১৪ মার্চ মঙ্গলবার
পর্যন্ত তিনদিন ব্যাপী ডোমার উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালনে বিভিন্ন কর্মসুচি হাতে নিয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস।
এ উপলক্ষে আলোচনা সভা বিতর্ক প্রতিযোগীতা,কুইজ প্রতিযোগীতা, সুন্দর হাতের লিখন, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন অনুষ্ঠা নের আয়োজন করা হয়েছে । এ উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সহকারী কমিশনার (ভুমি)জান্নাতুল ফেরদৌস হ্যাপির সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান রৌশন কানিজ, শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) রাকিবুল হাসান প্রমুখ।