শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:২৩ পূর্বাহ্ন
নীলফামারীর ডোমারে সত্তর উর্ধো ব্যক্তির গলায় ফাঁস দিয়ে মৃত্যু
সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধিঃ
নীলফামারী ডোমারে ধনে চন্দ্র রায় নামে এক
ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
ঘটনা ১৩ মার্চ সোমবার পাঙ্গা-মটুকপুর ইউনিয়নের মৌজা পাঙ্গা এলাকায় ঘটে।প্রত্যক্ষ দর্শীরা জানান সকাল বেলা পাশের বাঁশ ঝাড়ে শিমুল গাছের ডালে ঝুলন্ত অবস্থায় ধনের লাঁশ দখতে পায় এলাকাবাসী।
মৃত ব্যক্তি ঐ ইউনিয়নের সত্য ধর রায়ের ছেলে ধনে চন্দ্র রায় (৭০)।
স্থানীয় সুত্রে ও সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম ভুট্টো জানান চার থেকে পাঁচ বছর ধরে ঐ ব্যক্তি মানসিক রুগি, মাঝে মধ্যেই বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান তিনি।মাঝে মধ্যে পরিবারের সদস্যরা তাকে খুজে বারিতে আনেন। সোমবার খবর পেলাম তিনি আত্ম
হত্যা করছেন। আমি সেই পরিবারের গিয়ে তদের সাথে কথা বলেছি।
কথা হলে ডোমার থানা অফিসার ইনচার্চ মাহামুদ উন নবী ঘটনার সত্যতা ও ঘটনা স্থলে পুলিশ পাঠানো হহয়েছে বলে নিশ্চিত করেন।