শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ১০:১০ অপরাহ্ন
নীলফামারী ডোমারে মাদক সেবন ও ব্যবসার দ্বায়ে ৪ জন আটক
সত্যেন্দ্রনাথ রায় ঃ- নীলফামারী,প্রতিনিধি
নীলফামারীর ডোমারে মাদক সেবন ও ব্যবসার দ্বায়ে ৪ জনকে আটক করেছে ডোমার থানা
পুলিশ।
শনিবার ১১ ই মার্চ রাত্রে পশ্চিম বোড়াগাড়ী ইউনিয়ন হতে এদের আটক করে পুলিশ।এ সময় তাদের কাজ থেকে ৪০ গ্রাম গাঁজা জব্দ করে পুলিশ।
আটক কৃতরা হলো পশ্চিম বোড়াগাড়ী ইউনিয়নের মৃত এবার উদ্দিনের ছেলে (১) আলী হেসেন (৫৮),বড় রাউতা কলেজপাড়া মৃত করিম ফকিরের ছেলে (২) আবুল কালাম (৫০),একই এলাকার আছির উদ্দিনের ছেলে (৩)আজাত (৩৪),হাসিনুর রহমানের ছেলে (৪)সাইদুল ইসলাম। তারা সবাই বোড়াগাড়ী
ইউনিয়নের বাসিন্দা।
কথা হলে ডোমার থানা অফিসার ইনচার্চ মাহমুদ উন নবী বলেন বিশেষ অভিযানের মাধ্যমে আটক করে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে ও আদালতের মাধ্যমে নিয়মিত মামলা রুজু পূর্বক রবিবার তাদের জেলা বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।