বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১:১০ অপরাহ্ন
ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাই স্কুল ও স্বেচ্ছাসেবকলীগের ৭ই মার্চ উদযাপন
মিজানুর রহমান যশোর ঝিকরগাছা প্রতিনিধি :
বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ উপলক্ষে মঙ্গলবার (০৭ মার্চ) সকালে ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাই স্কুল ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সহ আরো অনেক সংগঠনের উপস্থিতিতে উপজেলা মোড়স্থ বঙ্গবন্ধু ম্যুরালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়েছে। ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাই স্কুলের ফুলেল শুভেচ্ছা জ্ঞাপনে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার (ভূমি) কেএম মামুনুর রশিদ, ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান আজাদ, সহকারী প্রধান শিক্ষক এএফএস সাজ্জাদুল আলম সহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন শেষে স্কুলের হল রুমে আলোচনা ও শিক্ষার্থীদের মধ্যে ৭ই মার্চের ভাষণ অনুষ্ঠিত হয়েছে।
অপরদিকে ৭ই মার্চ উপলক্ষ্যে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল কালাম আজাদের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনে উপস্থিত ছিলেন যুগ্ম-আহ্বায়ক আজাহারুল ইসলাম লাবু, সদস্য এইচএম ওমর শরীফ সাকী, জাহিদুল ইসলাম, মাহমুদ মুকুল, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ফারুক হোসেন, যুগ্ম-আহ্বায়ক সাজ্জাতুল জামান রনি, শাহীন হোসেন, আশিকুল ইসলাম, আজম মো. ড্যানী, সদস্য শাকিল খান, শামীম হোসেন, সবুজ হোসেন, জাকির হোসেন, কুতুব উদ্দিন, রফিকুল ইসলাম, মাসুম হোসেন, সৌখিন খান, গদখালির সভাপতি আবুল হোসেন, সহ-সভাপতি জাহিদুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফ হোসেন, মেরাজ হোসেন মিঠু, পানিসারার সভাপতি মিজানুর রহমান, সদরের সভাপতি তবিবর রহমান উজ্জ্বল, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, শংকরপুরের সাধারণ সম্পাদক আশানুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সুজাউদৌলা রকি, বাঁকড়ার সাংগঠনিক সম্পাদক জুবায়ের ইসলাম সহ আরো অনেকে।