বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১:১১ অপরাহ্ন
ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে সাংবাদিক নজরুল ইসলাম মল্লিকের মেয়ে নুসরাত।
নজরুল ইসলাম মল্লিকঃ- অভয়নগর (যশোর)
অভয়নগরে সাংবাদিক নজরুল ইসলাম মল্লিকের মেয়ে নুসরাত জাহান মল্লিক ২০২২ সালের অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। তার বাবা ঐতিহ্যবাহী নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এবং তার মা একজন গৃহিণী।
নুসরাত ভালো ফলাফলের এ ধারা অব্যাহত রাখতে সকলের দোয়া কামনা করেছে। সে ভবিষ্যতে একজন ম্যাজিস্ট্রেট হতে চায়।
উপজেলা শিক্ষা অফিসার মাসুদ করিম জানান, ২০২২ সালে অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এ উপজেলা থেকে মোট ৭১৪ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করেছে। যার মধ্যে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে মোট ৪৭ জন এবং সাধারণ বৃত্তি পেয়েছে ১০৩ জন।
উল্লেখ্য যে,মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) প্রাথমিক বিদ্যালয়ের ২০২২ সালের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ঘোষিত ফলাফল অনুযায়ী এবার ৮২ হাজার ৩৮৩ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুলে ৩৩ হাজার ও সাধারণ কোটায় ৪৯ হাজার ৩৮৩ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো.জাকির হোসেন সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ফলাফল প্রকাশ করেন।