বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১২:০৪ অপরাহ্ন
নীলফামারীর পাঙ্গা মটুকপুড় ইউনিয়নে ৪ গরু চুরি
সত্যেন্দ্রনাথ রায় ঃ- নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর ডোমারে এক রাতে কৃষকের চার গরু চুরি হয়েছে।
ঘটনা মঙ্গলবার ২৮ শে ফেব্রুয়ারী দিবাগত রাত আনুমানিক সারেতিনটা হতে চার টার সময়ে। ডোমার উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।চুরি যাওয়া গরু গুলো ঐ ইউনিয়নের চার নং ওয়ার্ড মেলাপাঙ্গা মেডিকেল মোড় এলাকার মৃত রমিজ আলমের কৃষক ছেলে নুর আলমের। একটি সাই ওয়াল গাভী ,দুটি সার,একটি দেশী গাভী। আনুমানিক মুল্য আড়াই হতে তিন লক্ষ টাকা।
বাড়ির মালিক জানান প্রতিদিনে ন্যায় গোয়াল ঘরে খাদ্য দিয়ে গরু গুলোকে খুটিতে বেধে রাখি। রাতে নিজের শোয়ার ঘরে ঘুমিয়ে ছিলাম।
সকালে ঘুম থেকে উঠে দেখি আমার গোয়াল ঘরের দরজার শিকল কাটা। পরে ঘরে ঢুকে দেখি গরু গুলো আমার নেই। কেবা কাহারা আমার গরু গুলো রাতের আধারে কোন এক সময় চুরি করে নিয়ে গেছে।
সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল হাকিম ভুট্টু গরু চুরি যাওয়ার বিষয় নিশ্চিত করেন।
কথা হলে ডোমার থানা অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী বলেন এ বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে।