রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ১১:২১ পূর্বাহ্ন
নীলফামারীর ডোমারে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত
সত্যেন্দ্রনাথ রায়ঃ- নীলফামারীঃপ্রতিনিধি
পরিসংখ্যান ব্যবস্থার উন্নয়ন, স্মার্ট বাংলাদেশ গঠন ” এই প্রতিপাদ্যে নীলফামারীর ডোমারে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয়েছে।
দিবসটি পালনে সোমবার সকালে ডোমার উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর হতে একটি রালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পূবন আখতারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ওমর আলী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোজাম্মেল হক, উপজেলা কৃষি কর্মকর্তা আনিসুজ্জামান, পরিসংখ্যান তদন্তকারী কর্মকর্তা আব্দুল বারী প্রমূখ।