রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ১১:০৫ পূর্বাহ্ন
নীলফামারীতে কুঃখ্যাত চোরকে আটক করল এলাকাবাসী
সত্যেন্দ্রনাথ রায় ঃ- নীলফামারী প্রতিনিধি
নীলফামারীতে কুঃখ্যাত মোতালেব চোরকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে এলাকাবাসী।
শনিবার ২৫ শে ফেব্রুয়ারী দিবাগত রাত আনুমানিক সারে তিনটার দিকে নীলফামারী সদর লক্ষীচাপ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে ও বগুড়াপাড়া এলাকায় রহমান তালুকদারের ছেলে ইউছুফ আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। আটক কৃত ব্যক্তি পাশ্ববর্তী ধর্মপাল ইউনিয়নের মৃত অছম মাহমুদের ছেলে কুঃখ্যাত চোর মোতালেব হোসেন। সে পেশাদারী বাচ্চা চোরের ছোট ভাই।
স্থানীয় সুত্রে জানাজায় প্রকৃতির ডাকে রাত সারে তিনটার সময় ঘুম থেকে উঠে ঐ এলাকার ইউছুফ তালুকদার,নিজ কাজ সারেন, কিন্তু তার পানিপাম্প মটার ঘরের মধ্যে কিছু শব্দ শুনতে পান। এক পা দুই পা এগিয়ে গেলে ঘড় থেকে দৌড় দিয়ে পালানোর চেষ্টা করেন চোর।এমন দৃশ্য দেখে জোরে চোর চোর
বলে চিৎকার করেন এই শুনে আসেপাশের লোকজন চতুর দিকে ঘিরে ফেলে চোরকে আটক করে এলাকাবাসী।
পরে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান কে জানার পর চেয়ারম্যান সদর থানা পুলিশে খবর দিলে পুলিশ এসে থানায় নিয়ে যায় চোর কে।
এ বিষয়ে কথা হলে নীলফামারীর সদর থানা অফিসার ইনচার্জ আব্দুর রউপ চোরকে আটকের বিষয় নিশ্চিত ও পুরোনো মামলায় তাঁকে জেল হাজতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন।