শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৩২ পূর্বাহ্ন
ডোমারে সভাপতি-সম্পাদকে বাদ দিয়ে আওয়ামী লীগের কর্মী সমাবেশ
সত্যেন্দ্রনাথ রায় ঃ- নীলফামারীঃপ্রতিনিধি
নীলফামারীর ডোমার উপজেলায় দু’টি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক না
জানিয়েই ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এমন কর্মী সমাবেশ আয়োজনে দলের মধ্যে সৃষ্টি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া ও আভ্যন্তরিন কোন্দল।
রবিবার ১৯ শে ফেব্রুয়ারী দুপুরে সোনারায় ইউনিয়নের ফার্মহাট ও সন্ধ্যা সাড়ে ছয়টায় দিকে ধরনীগঞ্জ হাটে হরিনচড়া ইউনিয়ন আওয়ামী লীগের ব্যানারে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। স্ব স্ব ইউনিয়ন আওয়ামী লীগের ব্যানারে সমাবেশ দু’টি অনুষ্ঠিত হয়েছে।
সোনারায় ইউনিয়ন জামিনুর রহমান ও হরিনচড়া ইউনিয়নে দুলাল কুমার মুখোপাধ্যায়কে ভারপ্রাপ্ত সভাপতি দেখিয়ে সভায় সভাপতিত্ব করা হয়।
সোনারায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহিদ আহমেদ শান্তু জানান, শুনেছি সোনারায় ইউনিয়ন কর্মী সমাবেশ হয়েছে। আমাদের কে না জানিয়ে আওয়ামী লীগের ব্যানারে কিভাবে সমাবেশ হয়েছে সেটা আমার বোধগম্য নয়।
তাছাড়া ইউনিয়ন কমিটির সভাপতি-সম্পাদক
কেউ সমাবেশের বিষয়ে অবগত নয়। সেখানে ৬৫ সদস্যের কমিটির মধ্যে পাঁচ জন উপস্থিত ছিল জানতে পেরেছি। বিএনপি ও জাতীয় পার্টির ভাড়াকরা লোক নিয়ে কর্মী সমাবেশ করেছে তারা।
এ দিকে হরিনচড়া ইউনিয়ন আওয়ামী লীগের
সাধারণ সম্পাদক মোঃ খয়রুল ইসলাম অভিযোগ করে বলেন ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সমাবেশ হয়েছে। আমরা ইউনিয়ন
কমিটির কেউ আয়োজন করিনাই। আমরা কর্মী সমাবেশের কথা জানিও না।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড.মনোয়ার হোসেন জানান, আওয়ামী লীগের কিছু ষড়যন্ত্রকারী আমাদের সভাপতি ও সাধারন সম্পাদক কে মানতে চায় না। তারা
শেখ হাসিনার কমিটির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
তারাই কর্মী সমাবেশে উপস্থিত হননি।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনজুরুল হক চৌধুরী জানান, সোনারায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি উপজেলা কমিটিতে যুক্ত হওয়ায়, ইউনিয়নে তার পদ শুন্য হয়ে যায়। সেই অনুযায়ী সহ সভাপতিকে আমরা ভারপ্রাপ্ত সভাপতির দ্বায়িত্ব দিয়েছি। তিনিই আয়োজন করেছেন। কেউ মানলেও সে
সভাপতি আর না মানলেও আজ থেকে সে সভাপতি।
এ বিষয়ে কথা হলে নীলফামারী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড.মমতাজুল হক জানান,ডোমার উপজেলায় পূর্ণাঙ্গ কমিটি না থাকায়, আপাতত দলের সাংগঠনিক কর্মীসভা পরিচালনা করতে
তাদের নিষেধ করা হয়েছে। ইউনিয়ন কমিটিকে বাদদিয়ে ইউনিয়নে কর্মী সমাবেশ করাও যাবেনা। এবং তারা কাউকে নতুন করে দ্বায়িত্ব দিতে পারবেন না।
সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারীঃপ্রতিনিধিঃ
মোবাইল ০১৭৪৭৬১৪৫৩৭