শনিবার, ২২ মার্চ ২০২৫, ০২:১৯ অপরাহ্ন
নীলফামারীর ডোমারে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার
সত্যেন্দ্রনাথ রায় ঃ- নীলফামারীঃপ্রতিনিধি
নীলফামারীর ডোমারে অজ্ঞাত যুবকের (৩৫) গলাকাটা মরদেহ উদ্ধার করেছে ডোমার থানা পুলিশ।
ঘটনা শুক্রবার ১৭ ফেব্রুয়ারী সকাল এগারটায় বোড়াগাড়ী ইউনিয়নের নয়ানী বাগডোকরা গ্রামে। নন্দীপাড়া গ্রামের লালমিয়ার ভুট্টা ক্ষেতের আইল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃতের শরীরে ময়লা জ্যাকেট ও ফুলপ্যান্ট পরিহিত ছিল।
সংশ্লিষ্ট ঐ ওয়ার্ড এর ইউপি সদস্য অশ্বনী কুমার রায় জানান ভুট্টা খেতের আইলে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়া হয়। মরদেহটি এলাকার কেউ চিনতে পারছে না।
ডোমার থানা অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী জানান ঘটনা স্থল পরিদর্শন করা হয়েছে। লাশ শনাক্ত করনসহ ও আইনগত প্রক্রিয়া সমুহ প্রক্রিয়াধীন রয়েছে ।