রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ১০:৩৫ পূর্বাহ্ন
মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগের অভিযানে ২১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক ০২ জন।
মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার নিহাদ আদনান তাইয়ান মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে, অতিঃ উপ-পুলিশ কমিশনার মোঃ সোনাহর আলীর নির্দেশনায়, পুলিশ পরিদর্শক (নিঃ)/ এস.এম. দিদারুল ইসলাম সিকদার এর নের্তৃত্বে, টিম-২২ (দক্ষিণ) এর সদস্যরা ১৫/০২/২০২৩ খ্রিঃ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে নগরীর হালিশহর থানাধীন ঈদগাহ কাঁচা রাস্তার মোড় থেকে ২১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আবুল বশর প্রঃ লালা ও মোঃ রফিককে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত ব্যক্তিরা জব্দকৃত ইয়াবা ট্যাবলেট গুলো কক্সবাজার জেলার মহেশখালী থানাধীন কালামার ছড়া এলাকার বিভিন্ন উৎস থেকে কম দামে সংগ্রহ করে কৌশলে চট্টগ্রাম শহরে এনে চট্টগ্রাম শহরের স্থানীয় মাদকব্যবসায়ীদের নিকট বেশি দামে বিক্রয় করে থাকে মর্মে প্রাথমিক তদন্তে জানা যায়।