রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ১১:২২ পূর্বাহ্ন
নীলফামারীতে ২ কোটি টাকা মুল্যের ২০ পিছ স্বর্নের বার ৫ কেজি গাঁজা সহ ৪ জন আটক
সত্যেন্দ্রনাথ রায় ঃ- নীলফামারী প্রতিনিধি
গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুই পরিবহন থেকে ২০ পিছ স্বর্নের বার ৫ কেজি গাঁজা সহ চারজন কে আটক করেছে নীলফামারী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
ঘটনাটি শনিবার এগারোটার সময় নীলফামারী সৈয়দপুর উপজেলার কামারপুকুর এলাকায়।
ঢাকা থেকে ছেড়ে আসা নাবিল পরিবহন ও অপরটি সাগরিকা এক্সপ্রেস পরিবহনে,তল্লাশি চালিয়ে তাদের আটক করে নীলফামারী (ডিএনসি)।
আটক কৃত ব্যক্তিরা, মানিকগঞ্জ গোবিন্দ সিংগাইর এলাকার সুমন আলীর ছেলে আব্দুর রহিম (২৭)একই এলাকার নুরুল উল্লাহর ছেলে মোহাম্মদ উল্লাহ(২৬)। গাঁজা সহ আটক মহিলার বাড়ি পঞ্চগড় জেলার জাকাশিয়া মোড় এলাকার মৃত খলিলুর রহমানের স্ত্রী সুমি বেগম (৪৯)অপর জনের বাড়ি ঢাকা, বাগেরহাট এলাকার নুরুল আমিনের স্ত্রী হাবিবা বেগম (৩২)।
নীলফামারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ শরিফ জানান গোপন সংবাদের ভিত্তিত্বে আমরা পরিবহন গুলোতে তল্লাশি শুরু করি। এ সময় নাবিল পরিবহনের সিটে পাশাপাশি বসা দুই জন যাত্রীর কোমরে তল্লাশি চালানোর সময় বেল্টের সাথে কালো টেপের মোড়ানো অবস্থায় ১৫ পিছ স্বর্নের বার কালো টেপে মোড়া বিশেষ স্থানে লুকানো অবস্থায় উদ্ধার করি ।
পরে থানায় এসে আবারও তল্লাশি চালালে আবারও ৫ পিছ স্বর্নের বার তাদের কাছ থেকে উদ্ধার হয়। একই সময় সাগরিকা এক্সপ্রেস পরিবহনে তল্লাশি চালালে পাঁচ কেজি গাঁজা সহ দুই নারীকে আটক করা হয়। তারা চোরাচালান সিন্ডিকেট দলের অন্যতম সদস্য।তাঁদের বিরুদ্ধে চোঁরাচালান আইনে মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন।