শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০১:৩৭ অপরাহ্ন
ডোমারে রাস্তা মেরামতের দাবিতে মানববন্ধন এলাকাবাসীর
সত্যেন্দ্রনাথ রায় ঃ- নীলফামারীঃপ্রতিনিধি
নীলফামারীর ডোমারে ভেঙ্গে ফেলা রাস্তা মেরামতের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
শনিবার ৪ ফেব্রুয়ারী আন্ধারুরমোড় হতে পুঠির মোড় পর্যন্ত ভেঙ্গে ফেলা রাস্তা মেরামতের দাবিতে বিকাল সারে চারটার সময় ঘন্টা ব্যাপী এলাকা বাসীর আয়োজনে
পল্লী চিকিৎসক ইয়াসিন আলীর সভাপতিত্বে আন্ধারুরমোড় নামক স্থানে শত শত এলাকা বাসী মানববন্ধনে রাস্তায় দাঁড়িয়েছে । এ সময় মানববন্ধন কালে বক্তব্য প্রদান করেন মোশারফ হোসেন, মজনূর রহমান,কামরুল ইসলাম,মিলন রহমান, মেরীনা বেগম,সাবেক ইউপি সদস্য নূর ইসলাম,তরিকুল ইসলাম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন এই এলাকার মানুষ ভেঙ্গে ফেলার রাস্তার ধুলো বালি বাসা,বাড়িতে কাপর,চোপড় নষ্ট,সহ মানুষের শ্বাস প্রশ্বাসে বিভন্ন রোগ ছরিয়েছে,মাঝে মধ্যে রাস্তায় যানবাহনে ঘটছে দুর্ঘটনা, তার ভোগান্তি পোহাতে হচ্ছে রাস্তা দুই ধারের মানুষকে। বেহাল এ রাস্তার মেরামত করে জনদূর্ভোগ থেকে রেহাই পেতে জোর দাব জানিয়েছে এলাকা বাসী।