শনিবার, ০৩ মে ২০২৫, ০৭:৫০ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে কিশোর-কিশোরীদের অংশগ্রহণে ‘আমার কিছু বলার আছে’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত বাংলাদেশ নৌ বাহিনীর অভিযানে ২ মাদক ব্যবসায়ী আটক। খাগড়াছড়িতে দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী বলী খেলা উদ্বোধন লোহাগাড়া ল্যাবরেটরী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরুস্কার বিতরণী ও বর্ষবরণ অনুষ্ঠান সাতকানিয়ায় মোবাইল কোর্ট পরিচালনায় অস্বাস্থ্যকর পন্য জব্দ৷ এলএস বাইকারস দের নিয়ে যাত্রা শুরু৷ ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে লোহাগাড়ায় মাঠে সাধারণ শিক্ষার্থীগন। লোহাগড়ায় শ্রীঘরে নগদ টাকা ও ইয়াবা জব্দ। লোহাগড়ায় দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ। প্রকাশ্যে ছুরি মেরে হত্যার মূল আসামি কে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ।

প্রতারক চক্র ও অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেফতার।

প্রতারক চক্র ও অজ্ঞান পার্টির ০৩(তিন) সদস্য গ্রেফতার।

ডেক্স নিউজঃ- সিএমপি মিডিয়া

আজ ০২/০২/২০২৩ মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের অভিযানে মহানগর ও আন্তঃ জেলা প্রতারক চক্র ও অজ্ঞান পার্টির ০৩(তিন) সদস্য গ্রেফতার। প্রতারণার কাজে ব্যবহৃত কয়েন তৈরীর সরঞ্জামাদি, ব্রিটিশ আমলের ভুয়া কয়েন ও চেতনানাশক রাসায়নিক দ্রব্য উদ্ধার। মহানগর গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার নিহাদ আদনান তাইয়ান এর সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) মোঃ সোনাহর আলীর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক আরিফুর রহমান এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ০২/০২/২০২৩খ্রিঃ তারিখ ১১ টায় ডিবি উত্তর বিভাগের টিম নং-৩৪ চট্টগ্রাম মহানগর পাঁচলাইশ থানাধীন বিবিরহাট, কাঁচা বাজার, ১নং গলি, আব্দুল করিমের বাড়ির নীচ তলায় অভিযান পরিচালনা করে প্রতারক চক্র এবং অজ্ঞান পার্টির মূল হোতা সহ উক্ত চক্রে ০৩(তিন) সদস্যকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ১৮৩৯ সালের ব্রিটিশ আমলের তামা ও সিরামিকের ভুয়া কয়েন, উক্ত কয়েন তৈরীর ডাইস, মনোগ্রাম, তামা, পুরা মাটিসহ বিভিন্ন যন্ত্রপাতি এবং চেতনানাশক দ্রব্য তৈরীর কাজে ব্যবহৃত ক্লোরফর্ম, পটাশিয়াম ক্লোরেড, হাইড্রোজেন সালফার এসিড, হাইড্রোক্লোরিক এসিড, সালফাইড্রিক এসিড, ইথিনিল, সালফার মনোক্লোরাইড, কস্টিক সোডা, কপার সারফাইড, প্রতারণার কাজে ব্যবহৃত কথিত পুরাতন পয়সা তৈরীর ডাইস, কথিত ব্রিটিশ পয়সা, তামা, পুরা মাটিসহ বিভিন্ন যন্ত্রপাতি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ধৃত ব্যক্তিরা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে সাধারন লোকজনদের প্রাচীন মুদ্রার কয়েনে নির্দিষ্ট সময় চিনি রেখে তা গলিয়ে বিশ্বাস অর্জন করে বোকা বানিয়ে প্রতিটি কয়েন ১লক্ষ টাকা থেকে শুরু করে বিভিন্ন দামে বিক্রি করে প্রতারনার মাধ্যমে আর্থিক ভাবে লাভবান হয়। বর্ণিত প্রতারনার পাশাপাশি বিভিন্ন সংঘবদ্ধ অজ্ঞান পার্টিকে বিভিন্ন রাসায়নিক পদার্থ মিশ্রনের মাধ্যমে চেতনানাশক রাসায়নিক দ্রব্য তৈরী করে সরবরাহ এবং বিক্রয় করে। অতঃপর উক্ত চেতনানাশক রাসায়নিক মিশ্রণ রুমাল, তোয়ালের সহিত মিশ্রিত করে বাস, ট্রেন, সিএনজি সহ বিভিন্ন যানবাহনে থাকা যাত্রীদের উপর প্রয়োগ করে অজ্ঞান করে ফেলে রেখে সর্বস্ব নিয়ে পালিয়ে যায়। আসামীদের নিকট থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অজ্ঞান পাটির সদস্যদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে। আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com